ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

উত্তরবঙ্গসহ ১৬ জেলায় তৈল সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সিরাজগঞ্জে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উত্তরবঙ্গসহ ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তারা। 

আজ রোববার সকাল ১০টায় শাহজাদপুর বাঘাবাড়ীতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে দিনব্যাপী তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। পরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নদী বন্দর এলাকার সড়ক প্রদক্ষিণ করে অয়েল ডিপোর প্রধান ফটকে এসে প্রতিবাদ সভা অনষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনয়নের সভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মনির সরকার, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম ও লাইন সভাপতি তারা মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের শ্রমিক নেতা রিপনকে হত্যা করা হয়েছে। আমরা চাই দ্রুত হত্যাকারীদের আটক করে শাস্তি দেয়া হোক। তা না হলে আমরা লাগাতার ধর্মঘটে যেতে বাধ্য হবো।’

এআই//এমবি