ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সৌরভ কি এবার ছক্বা হাঁকাবেন আইসিসিতে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার | আপডেট: ০৬:২০ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

এবার কি কলকাতার 'মহারাজ' আইসিসির প্রেসিডেন্ট! খেলার জগতে গুগলির মতো ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তবে ডেভিড গাওয়ার ও গ্রেম স্মিথের মতো সাবেক ক্রিকেটাররা সৌরভ গাঙ্গুলির বোর্ড চালানোর প্রশংসায় পঞ্চমুখ। সেখান থেকেই জোরাল হচ্ছে জল্পনা। সৌরভ কি এবার ছক্বা হাকাবেন আইসিসিতে?

তবে সৌরভ গাঙ্গুলি বল ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। তার সাফ কথা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। তিনি এ-ও জানিয়েছেন এখন আইসিসির নিয়ম আর আগের মতো নেই। আগে আইসিসির পদে এবং অন্য কোনও বোর্ডের পদে একসঙ্গে থাকা যেত। কিন্তু নতুন নিয়মে আইসিসির প্রেসিডেন্ট হতে গেলে সৌরভকে বিসিসিআই ছাড়তে হবে। আর এই কঠোর সময়ে বিসিসিআই ছাড়া ঠিক হবে কিনা তা নিয়েও সন্দেহে আছেন নিজেই।

তিনি এ-ও জানিয়েছেন তাঁর বয়স বেশি নয়। আইসিসির প্রেসিডেন্ট হওয়ার কোনও তাড়াও নেই। এই পদগুলি সাম্মানিক। জীবনে সকলে একবার এই সুযোগ পায়। আগের প্রশাসকদের দেখলে বোঝা যাবে সকলের মেয়াদ একেই সীমাবদ্ধ। তাই বোর্ডের সকলের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। একথাও মনে করিয়ে দিয়েছেন প্রিন্স অব কলকাতা।

এসি/