১৪ সিনিয়র সহকারী সচিবকে ইউএনও পদে পদায়ন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
মাঠ প্রশাসনের ১৪ সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিভিন্ন স্থানে পদায়ন করেছে সরকার। রোববার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম নাহিদা পারভীনকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার বেগম তাহমিনা আক্তার রিনাকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী অফিসার, বিসিএস প্রশাসন একাডেমিতে সংযুক্ত সিনিয়র সহকারী কমিশনার মোছা. ইসরাত জাহানকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হামিদুর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, পিরোজপুর সদর সহকারী কমিশনার ভূমি রামানন্দ পালকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. সৈকত ইসলামকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়েল সিনিয়র সহকারী কমিশনার সীমা শারমিনকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের একরামুল ছিদ্দিককে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এসএম মাজহারুল ইসলামকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর সহকারী কমিশনার ভূমি মো. রাফিউল আলমকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট পাটগ্রামের সহকারী কমিশনার ভূমি দীপক কুমার দেব শর্মাকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদরের সহকারী কমিশনার বেগম টুকটুক তালুকদারকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরকে//