ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ০১:০৩ পিএম, ৩০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩২ পিএম, ৩০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ খতিয়ে দেখতে ২০ জনকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে সিনেটের গোয়েন্দা কমিটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হচ্ছে এ জিজ্ঞাসাবাদ। ২০ জনের মধ্যে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নাম আগেই প্রকাশ করা হয়। তবে বাকিদের পরিচয় এখনই জানাতে রাজি নয় কমিটি। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই নিরপেক্ষ তদন্তের ওপরও জোর দেন তারা। এদিকে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়েছেন ইভানকা ট্রাম্প। বিনা বেতনে প্রেসিডেন্টে সহযোগী হিসেবে হোয়াইট হাউসে কাজ করবেন ট্রাম্প কন্যা।