হাজারীবাগ থেকে ৬ এপ্রিলের মধ্যে ট্যানারি স্থানান্তরের নির্দেশ
প্রকাশিত : ০১:১১ পিএম, ৩০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২১ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার
রাজধানীর হাজারীবাগ থেকে ৬ এপ্রিলের মধ্যে ট্যানারি স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
পাশাপাশি ১৫৪ ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণের জরিমানার বিষয়ে শুনানীর জন্য ৯ এপ্রিল নির্ধারন করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। গত ২ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া জরিমানা দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।