ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

এফবিসিসিআই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ খারিজ

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২২ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ১৪ মে নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদনকারী ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীমকে ৩০ মে’র মধ্যে বিভাগীয় পরিচালক হিসেবে অর্ন্তভুক্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। এরআগে গেল ২২ মার্চ এফবিসিসিআইয়ের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।