ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

শেরপুরে ৮ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি

প্রকাশিত : ০১:২১ পিএম, ৩০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুর বিধবা পল্লীর ৮ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। বাকী ৬ বীরাঙ্গনাও মৃত্যুর আগে এমন সম্মান পেতে চান। তাদের দাবির সাথে একমত মুক্তিযোদ্ধারাও। শেরপুর প্রতিনিধি শরিফুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম।

১৯৭১ সালের ২৫ জুলাই শেষ রাতে নালিতাবাড়ির সোহাগপুরে বর্বর হামলা চলায় হানাদাররা। স্থানীয় দোসরদের সহায়তায় হত্যা করা হয় ১৮৭ গ্রামবাসীকে। গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে। সেই থেকে সোহাগপুরের নাম হয়ে যায় বিধবা পল্লী।

শুধু হত্যা নয়, দখলদারদের হিংস্র লালসারও শিকার হন ১৪ নারী। এরপর দেশ স্বাধীন হয়েছে। কেটে গেছে বহু বছর। স্বাধীনতার পর অনেক কিছুর পরিবর্তন হলেও বদলায়নি বীরাঙ্গনাদের ভাগ্য।

১৪ বীরাঙ্গনার ৮ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেও ৬ জনের ফাইল এখনও লালফিতায় বন্দি।

সোহাগপুরের গণহত্যার দায়ে যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি হয়েছে। বিচারে শহীদ ও বীরাঙ্গনা পরিবারের সদস্যরা খুশি হলেও দ্রুত স্বীকৃতির দাবি তাদের।