ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কুমেকে আরও ৫ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৩ জনের মৃত্যু হলো। 

এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬৮ ও উপসর্গ নিয়ে ১৩৫ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম জানান, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।’

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের মো. আলম হোসেন (৫১), আবদুল মান্নান (৮২), সদর দক্ষিণের হাসান ইমাম ((৬৮) লাকসামের নেপাল চন্দ্র দাস (৫৫) ও লালমাইয়ের দুধ মিয়া (৭০)।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১২৪ জন। সুস্থতা লাভ করেছেন আরও ১৫ জন। 

এআই/এমবি