ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজধানীতে শুরু হয়েছে টেরাকোটা শিল্পকর্মের প্রদর্শনী

প্রকাশিত : ০৪:১০ পিএম, ৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার

জাতীয় জাদুঘরের, নীলকান্ত ভট্টশালী গ্যালারীতে শুরু হয়েছে টেরাকোটা শিল্পকর্মের প্রদর্শনী। এতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থীদের পোড়ামাটির ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। আবহমান বাংলার নৈসগিক চিত্রকর্ম নিয়ে রাজধানীর অলিয়য়াস ফ্রোসেস’ চলছে ১৯ শিল্পীর  চিত্র প্রর্দশনী।

বাংলার আদি লোকশিল্পের অনন্য নিদর্শন মৃৎশিল্প। শিল্পীদের নৈপুণ্যে পোড়ামাটির কাজ নান্দনিকতায় ক্লাসিক শিল্পকর্মেরও মর্যাদা লাভ করে।

লোক ঐতিহ্যের বিবর্তিত এই শিল্প মাধ্যমটিকে তুলে ধরতে, জাতীয় জাদুঘরে এই বিশেষ প্রদর্শনী। এতে,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থীদের পোড়ামাটির ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে, ২৬ জুলাই পর্যন্ত।

পৃষ্ঠপোষকতা পেলে, লোক ঐতিহ্যের এই শিল্প মাধ্যমটি আরো সমৃদ্ধ ও বিকশিত হতে পারে এমন মত গবেষকে।

এদিকে, অলিয়াস ফ্রোসেস এ শুরু হয়েছে ‘বাংলার মাটি-বাংলার জল’ শিরোনামে ১৯  চিত্র শিল্পীর প্রদর্শনী। আবহমান বাংলার চিরায়ত রুপ ফুটিয়ে তোলার হয়েছে চিত্রকর্মগুলোতে।

প্রদর্শনীটি রোববার ছাড়া প্রতিদিন উন্মুক্ত থাকবে । চলবে ২০ জুলাই পর্যন্ত।