ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

ঈদে চার জেলায় আসা-যাওয়া বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৩ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে আসন্ন ঈদুল আজহার ছুটিতে আসা বা যাওয়া বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

গতকাল বুধবার কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ জানিয়ে ঐ চিঠি লিখেছেন।

এতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই অবস্থায় এ চার জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনা সংক্রমণ ঠেকাতেই এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

এমএস/এসি