ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে মশারী বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ঠাকুরগাঁও জেলার হতদরিদ্র পরিবারের শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে ৩৬৫০ জন শিশুদের মাঝে মশারী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক নিরাপত্তা বজায় রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা মহিলা লীগের সভানেত্রী ও পৌর কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, সুসময় মানকিন, শিশু সুরক্ষা অফিসার মার্টিন সিংহসহ সাংবাদিক ও শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ঠাকুরগাঁও এপি’র উদ্যোগে অনুষ্ঠানের অতিথিগণ অনুষ্ঠানে আগত শতাধিক শিশুর মাঝে মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, পর্যাক্রমে বিভিন্ন ইউনিয়নে শিশুদের মাঝে তিন হাজার ৬৫০টি মশারী বিতরণ করা হবে।
কেআই/