ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:০৬ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

সুন্দরবনকে বনদস্যু ও  হরিণ শিকারীদের প্রতিহত করতে বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর ২০ সদস্য বিশিষ্ট একটি পুলিশ দল পূর্ব সুন্দরবনের মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী আমুরবুনিয়া ও গুলিশাখালী রেঞ্জের ভোলা ও সুপতি বন এলাকায় একটি টিম গহীন অরণ্যে প্রবেশ করে বেশ কিছু এলাকা পর্যবেক্ষণ ও অভিযান চালায়। 

সম্প্রতি, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা সুন্দরবনে হরিণ শিকারসহ দস্যুতায় মেতে ওঠে। তারা বনের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বনদস্যু, হরিন শিকারী ও বিষ দিয়ে মাছ শিকারীদের গতিবিধি লক্ষ্য করেন। 

অভিযানকারী দলের নেতৃত্ব দেন মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলামের ইসলাম। তিনি বলেন, আই জি পি মহোদ্বয়ের নির্দেশ ক্রমে বনদস্যু, হরিন শিকারী ও বিষ দিয়ে মাছ শিকারকারীদের বিরুদ্ধে এ অভিযান চলছে এবং আগামী দিনে কেন্দ্র ঘোষিত দস্যু দমন এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা কালে তার সহযোগী হিসেবে ছিলেন এসআই সুফল,এস আই মামুন, এসআই দীপংকর, এসআই তানিম, এএসআই মনোয়ার হোসেনসহ পুলিশ টিম।
কেআই/