নাটোরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪০
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার
নাটোরে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া একই রিপোর্টে আরও ৪ জনের ফলোআপ রেজাল্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৪০ জন।
নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান জানান, শুক্রবার মোট ৫৭ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন ফলোআপ সহ ১৭ জনের জনের রেজাল্ট করোনা পজেটিভ। অবশিষ্ট ৪০ জনের রেজাল্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৫ জন বড়াইগ্রাম, লালপুরে ৪ জন,সিংড়ায় ২ ও নাটোর সদর উপজেলায় ২ জন।
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান,৪ জন ফলোআপসহ নতুন করে ১৭ জন আক্রান্ত হওয়ায় নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪০ জন। ইতিমধ্যে ১১৫ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখাসহ তাদের বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
কেআই/