ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

সীতাকুণ্ডে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিল ইপসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ১১:৫১ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

কর্মহীন দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইপসা। শুক্রবার (১৭ জুলাই) মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় মাঠে ৭১১ জনের মধ্যে ইপসার এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকালে উপস্থিতি ছিলেন,ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সেকান্দর হোসেন, মোহাম্মদ আলম কন্ট্রাক্টর, মোহাম্মদ নবী কন্ট্রাক্টর ম্যানেজিং কমিটির সদস্য মাদামবিবির হাট শাহজাহান উচ্চবিদ্যালয়।

ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন জানান, সীতাকুণ্ড থেকে গড়ে উঠা সামাজিক সংগঠন ইপসা দুর্যোগ মূহুর্তে সবসময় মানুষের পাশে থাকে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক করোনা প্রাদুর্ভাবে কর্মহীন শ্রমিক ও  দুস্থ ৫ হাজার পরিবারের খাদ্য উপহার বিতরণের সিদ্ধান্ত নিয়ে প্রথম ধাপে একহাজার পরিবারকে খাদ্য প্রদান করেন। 

আজ দ্বিতীয় ধাপে ৭১১ কর্মহীন পরিবারকে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে কুমিরা ইউনিউনে আরও ৫০০ পরিবার খাদ্য প্রদান করা হবে।  তিনি আরও জানান, প্রতিটি এলাকায় দুঃস্থ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের লোকদের কে এলাকার চেয়ারম্যান দ্বারা স্বীকৃত কর্মহীন ব্যাক্তিদের ক্রমান্বয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
কেআই/