এক সেতুর অভাবে দুর্ভোগে নেত্রকোনার ৩০ গ্রামের মানুষ (ভিডিও)
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
নেত্রকোণার বারহাট্টা কাওনাই নদীতে সেতু না থাকায় ত্রিশটি গ্রামের লক্ষাধিক মানুষ স্বাধীনতার পর থেকেই দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘ এই সময়ে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও কেউ কথা রাখেননি। ফলে চলাচলের অসুবিধায় উৎপাদিত পণ্যের পরিবহন ব্যাহত হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না স্থানীয় কৃষকরা।
জানা যায়, বারহাট্টার আসমা থেকে মনাশ বাজার সড়কের গোড়ল গ্রামে কাওনাই নদীর ওপর সেতু না থাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। তাও কয়েক দিন পরপর ভেঙে যায়। মনাশ বাজার, কলমাকান্দার দশধার ও আমবাড়ি, গাবারকান্দা, দেওপুর, বাউসী, হাজিগঞ্জ, শেখেরপাড়া, ছয়গাওসহ অন্তত ৩০টি গ্রামের মানুষ এ পথেই চলাচল করেন। নড়বড়ে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। সেতু নির্মাণের দাবীতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সেতু নির্মাণে এগিয়ে আসেনি কোন কর্তৃপক্ষ।
স্থানীয় এক বাসিন্দা বলেন,‘সব দলের সংসদ সদস্যরাই আমাদের সঙ্গে ওয়াদা করেছেন যে, এ সেতু নির্মাণ করা হবে কিন্তু কেউ কথা রাখেনি।’ সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে চলাচলে অক্ষম হয়েছেন বলে দাবি করেন এক বৃদ্ধা। স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা বলেন, ‘এ সাঁকোর কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়। আমার বৃষ্টির দিনের এ সাঁকো পার হতে পারি না।’
কাওনাই নদীর উপর একটি সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মঈনউল ইসলাম। তিনি বলেন, ‘যে কারণেই হোক এ সেতু নির্মাণ হয়নি। সেতু নির্মাণের সাম্ভাব্যতা যাচাই করে একটা প্রতিবেদন তৈরী করা হচ্ছে। এটা স্থানীয় সরকার বিভাগের পাঠানো হবে।’
এমএস/