কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
কাশ্মীরে নিরাপত্তা বাহিনী- সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৬ বিদ্রোহী মারা গেছেন ৷ আজ শনিবারের এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা ৷ খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও দ্যা হিন্দু’র।
ভারতীয় নিরাপত্তাকর্মীদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ঐ এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন বিদ্রোহী এবং বেশ বড় কোনো হামলা পরিকল্পনা করছিলেন। এরপর স্থানীয় পুলিশ ও সিআরপিএফ এর সঙ্গে যৌথভাবে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা ৷
তল্লাশি চালানোর সময় বিদ্রোহীরা নিরাপত্তারক্ষীদেরকে লক্ষ্য করে হামলা চালায়। এর আগে গতকাল শুক্রবার কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অন্য এক অভিযানে আরও ৩ বিদ্রোহী নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। কাশ্মীরে চলতি বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে প্রায় দেড়শ বিদ্রোহী নিহত হয়েছে।
ভারতীয় বাহিনীর দাবি, নির্ভরযোগ্য সূত্রে ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল তারা। কুলগ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়েশ ই মোহাম্মদ এর শীর্ষ কমান্ডারসহ ৩ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় এ বন্দুকযুদ্ধ হয়।
এমএস/