সিলেটের জঙ্গি আস্তানায় তল্লাশির প্রস্তুতি
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৫ এপ্রিল ২০১৭ বুধবার | আপডেট: ০২:৪৬ পিএম, ৬ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে নিবিড় তল্লাশির প্রস্তুতি শুরু করেছে বোমা নিস্ক্রিয়করণ দল।
সোমবার সকাল থেকেই র্যাব-পুলিশসহ ভবনটি ঘিরে অবস্থান নেয় তারা। তবে বৃষ্টির কারণে এখনো তল্লাশি কাজ শুরু করতে পারেনি তারা। ঘটনাস্থলে বিশেষ সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। বাড়িটির ভেতরে ছড়িয়ে থাকা মৃতদেহগুলোর ছিন্ন ভিন্ন অংশ উদ্ধারসহ সেখানে আরো বিস্ফোরক আছে কিনা তা নিবিড়ভাবে তল্লাশি করা হবে। এদিকে, মৌলভীবাজারের নাসিরপুর আস্তানায় নিহত ৭ জঙ্গির মৃতদহে শনাক্ত করতে দিনাজপুর থেকে তাদের স্বজনরা মৌলভীবাজার হাসপাতালে যান। তবে ছিন্ন ভিন্ন থাকায় তা শণাক্ত করতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।