বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ০৪:৫২ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
বগুড়ার গাবতলীতে ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে বগুড়ার সাথে সারিয়াকান্দির সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে পরেছে। এতে করে লাখো মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে গাবতলীর শাহাবাজপুরের একটি বেইলি ব্রিজের উপর উঠলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,পাবনার বাঘাবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা ৭৫০ বস্তা সিমেন্টসহ সারিয়াকান্দিগামী একটি ট্রাক গাবতলীর শাহাবাজপুরের একটি বেইলি ব্রিজ ভেঙে পরেছিল।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ট্রাকটি সরানোর পরেই ব্রিজটি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে।
গাবতলী থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকটি জব্দ করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
কেআই/