ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নওগাঁয় বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, পানি ও খাবার সংকট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ০৭:১২ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে করে আত্রাই ও মান্দা উপজেলার আরো ৩টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হযেছে। 

এই পর্যন্ত ওই তিন উপজেলার শতাধিক গ্রাম এখন পানির নিচে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। 

এদিকে নদীর বাধঁ ভেঙে যাওয়ার কারণে জেলার মান্দা-আত্রাই,বান্দাইখাড়া-আত্রাই ও নাটোর-সিংড়া-আত্রাই আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসক বানভাসীদের মাঝে ১৩৫ মেট্টিক টন চাল ও নগদ ২ লাখ ২ হাজার ৫০০ টাকা বিতরণ করেছেন।

শনিবার বিকেলে নওগাঁর আত্রাই নদীর পানি বিপদসীমার ১৬.১০ সেন্টিমিটার ও ছোট যমুনা নদীর ১৫.২৪ সেন্টিমিটার ওপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে।
কেআই/