বিনিয়োগের অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের চলচ্চিত্র
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৮ এপ্রিল ২০১৭ শনিবার | আপডেট: ০৪:১১ পিএম, ৮ এপ্রিল ২০১৭ শনিবার
বিনিয়োগের অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের চলচ্চিত্র। সেইসঙ্গে ভারতীয় সিনেমার দাপটেও মার খাচ্ছে এ শিল্প। মালটিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনীর নামে সিনেমা হল দখল করার কারণেও বহুমুখী বিনিয়োগে অনিহা প্রকাশ করছেন কেউ কেউ।
গেল কয়েক বছর বাংলা চলচ্চিত্রের নির্মাণ কৌশল ও মানের পরিবর্তন হয়েছে বেশ খানিকটা। তবে বেশিরভাগই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবি।
তবে ভারতীয় সিনেমার দাপটে এখন বিনোয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশীয় বিনোয়াগকারীরা। তারা বলছেন, দুই দেশে সমান প্রদর্শনী আর ন্যায়ভিত্তিক লাভের ভাগাভাগি হলে বিনিয়োগ হবে, ফিরবে বাংলা চলচ্চিত্রের সুদিন।
নির্মাতাদের কেউ কেউ মনে করছেন, অর্থলগ্নির ধরন পরিবর্তনের সাথে ডিজিটাল প্রযুক্তিনির্ভর শিল্পের বাজার তৈরি হলেও নির্মিত হচ্ছে স্বস্তামানের ছবি।
চলচ্চিত্র শিল্প রক্ষা এবং প্রসারে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীতে যে চুক্তি রয়েছে তা বাস্তবায়নে দেশীয় স্বার্থ দেখারও তাগিদ দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।