ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশু ও কিশোরের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার | আপডেট: ০৭:৫১ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বজ্রপাতে ফাইদুল ইসলাম (১২) নামে এক কিশোর এবং রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে হাসান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে কিশোর ফাইদুল ইসলাম কোদাল দিয়ে বাড়ির উঠানে জমে থাকা পানি বের করার চেষ্টা করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোর হাটপাড়া গ্রামের মতিফুর রহমানের ছেলে। সে হাটপাড়া আইডিয়াল কেজি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র।  

এদিকে রোববার দুপুর ১২টার দিকে রাণীশংকৈল পৌরশহরের দক্ষিণ সন্ধ্যারই হাজীপাড়া গ্রামে ইসমাইল হোসেনের জমজ দুই ছেলে হাসান ও হোসেনকে বাড়িতে রেখে তাদের মা-বাবা কাজে যায়। হঠাৎ হাসানকে খুঁজে পাওয়া না গেলে তাঁর মা ও নানী বাড়ির বাইরে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির পিছনের ডোবার পানিতে দুপুর দেড়টায় হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন।
কেআই/