সীতাকুণ্ড উপজেলা আ.লীগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৯ জুলাই ২০২০ রবিবার
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত সারাদেশে ১ কোটি ফলজ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধর করা হয়েছে।
রোববার সকালে পৌরসভা কার্যলয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, সাঈদ মিয়া, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে শারীরিক অসুস্থতার কারণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
কেআই/