ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১০ এপ্রিল ২০১৭ সোমবার

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেয়ে ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণে খাস কামরায় নিয়ে তার বক্তব্য শুনেছেন বিচারকরা।

আদালতের নির্দেশনা অনুসারে সকালে ঐশীকে কারাগার থেকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চে হাজির করা হয়। শুনানির শুরুতে আদালত বলেন, হাসপাতারে একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঐশী ‘মানসিকভাবে বিকারগ্রস্ত’। এছাড়া এ বিষয়ে একটি রিট আবেদনও হয়েছে। এ কারণেই তাকে আাদলতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে বিচারকরা ঐশীকে খাস কামরায় ডেকে নিয়ে প্রায় ১৫ মিনিট তার বক্তব্য শোনেন। পওে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।