ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বেনাপোল কাস্টম ও বন্দরে ট্যানেল ও থার্মাল স্ক্যানার স্থাপন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ১২:২২ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

বেনাপোল কাস্টম হাউসে করোনাভাইরাস নিস্ক্রিয়করণ দুইটি ট্যানেল ও বন্দরের রফতানি টার্মিনালে ট্রাকচালক হেলপারদের করোনা সচেতনতায় একটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে।

রোববার বিকালে বেনাপোল কাস্টম হাউসের নবনিযুক্ত কমিশনার মোঃ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী কমিশনার উত্তম চাকমা, কাজী মুর্শিদা আক্তার, আকরাম হোসেন, সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। এ সময় কাস্টম হাউজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বেনাপোল কাস্টস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, বেনাপোল কাস্টম হাউজে শত শত সিএন্ডএফ মালিক ও কর্মচারিসহ কাস্টম হাউজে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারিরা কাজ করতে আসেন। করোনাভাইরাস নিস্ক্রিয়করণ দুইটি ট্যানেল দিয়ে এখন সবাইকে আসতে হবে। এর ফলে আগতরা স্বাস্থ্য ঝুঁকি থেকে কিছুটা হলেও মুক্ত থাকবে। পাশাপাশি বন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানার দিয়ে যেসব ট্রাক চালক ও হেলপাররা ভারত-বাংলাদেশ যাতায়াত করবে তাদের করোনা ভাইরাস আছে কিনা জানা যাবে।

উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার ট্রাক চালক ও হেলপার উভয় দেশে যাতায়াত করে থাকে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত ও বাংলাদেশের উভয় বন্দরে এখন ডিজ ইনফেকটেড ট্যানেল ও থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। 

এমবি//