ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

মিশরে ৩ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১০ এপ্রিল ২০১৭ সোমবার

গির্জায় বিস্ফোরণের ঘটনায় মিশরে ৩ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪।

হামলার পর পরই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষার জন্য সেনা মোতায়েনের আদেশ দেন প্রেসিডেন্ট সিসি। এর ফলে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজনদের আটকে কোন বাধা থাকলো না। ইতেমধ্যে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস আবারও হামলার হুমকি দিয়েছে দেশটিতে। এদিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। রোববার মিশরের তানতা ও আলেকজান্দ্রিয়ার দুটি গির্জায় ধর্মীয় অনুষ্ঠানের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।