ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

পদ্মার পানিতে রাজবাড়ীর নিন্মাঞ্চল প্লাবিত, নৌকায় একমাত্র ভরসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়ে বিপদ সীমার ১০৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে দু’দফায় অব্যাহত পানি বৃদ্ধির কারনে পদ্মার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে জেলার কয়েক হাজার মানুষ বন্যার পানিতে ভাসছেন। জেলার ৪টি উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৫টি গ্রামের নিন্মাঞ্চলে বসবাসরত অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পরেছেন। সীমাহীন সমস্যার মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন। বাড়ি ঘর তলিয়ে যাওয়ায় ঠাই নিয়েছেন নৌকায়। 

ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় সেখানে থাকার মত কোন পরিবেশ নেই এসব বানভাসিদের। কষ্ট আর দুর্ভোগ নিয়ে কোন রকমে তারা বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে বানভাসি এসব মানুষের ঘরে খাবার নেই,গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে চরমে। পানিতে তলিয়ে যাওয়ায় কোন কোন পরিবার ঘরের মধ্যে সাপের ভয় নিয়েই মাচা করে থাকছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে ঘরে থাকতে না পেরে বাড়ি ঘর ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। বিশুদ্ধ খাবার পানির সংকট ও  শিশুদের নিয়ে দুর্ভোগে পরেছেন বানভাসি মানুষ। 

গত একমাস ধরে নিন্মাঞ্চলের এসব মানুষের ঘর বাড়ি,ফসলী জমি তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে শগ শত বিঘা রজমির ধান,পাট,বাদাম ,বোরো ধানের বীজতলা ,পটল,করলা,সহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পরেছেন বন্যা কবলিত কৃষকেরা। গবাদি পশু বাসস্থান ও শিশুদের নিয়ে পরেছেন মারাত্বক সমস্যায়। দুর্ভোগ যেন জেকে বসেছে নিন্মাঞ্চলে বসবাসরত বানভাসিদের, সমস্যা তাদের কাটছেই না পরপর দু’দফায়  পানিবৃদ্ধিতে।

গত ২৪ ঘন্টায় পদ্মায় পানির ২ সে.মি. বেড়েছে। রোববার পদ্মার পানি বিপদ সীমার ১০৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল রোববার ২ সে. মি. বেড়ে বিপদ সীমার ১০৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কালের চাইতে পদ্মায় আজ পানি বেড়েছে ২ সে. মি.। রোববার গোয়ালন্দের দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ৯.৭১ পয়েন্ট অর্থাৎ বিপদ সীমার ১০৬ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অতি বৃষ্টি ও প্রতিদিনই উজান থেকে আসা পানির কারণে পদ্মার পানি বেড়ে নিন্মাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর এতে দুর্ভোগে পরেছেন বানভাসি মানুষ।
কেআই/