ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

নওগাঁয় মুক্তিযোদ্ধা শংকর রঞ্জন সাহা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

নওগাঁর শহরের সুপারীপট্টি মহল্লার বাসিন্দা হিউম্যান রাইটস্ ফাইনোরিটিজের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী,সমাজসেবক ও ওর্য়াল্ড হিন্দু ফেডারেশনের জেলা সমন্বয়ক মুক্তিযোদ্ধা শঙ্কর রঞ্জন সাহা (৭০) আর নেই। রোববার দুপুরে নওগাঁ ইসলামী ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। সন্ধ্যায় তাঁকে গার্ড  অব অনার প্রদানের পর রাতে শহরের কালিতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি নানান রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওই সময়ে ইসলামী হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি জীবত থাকাকালীন এলাকার অনেক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে হিন্দু সম্প্রদাযের মানবাধিকার লংঘনসহ বিভিন্ন ধরণের সমস্যা সমাধানে তিনি সর্বদা কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন সংগঠন ও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কেআই/