কুমিল্লা নগরবাসী যানজটে নাকাল
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১০ এপ্রিল ২০১৭ সোমবার
যানজটে নাকাল কুমিল্লা নগরবাসী। নষ্ট হচ্ছে কর্মঘন্টা। অতীষ্ট হয়ে উঠেছে বাসিন্দারা। এই অবস্থায় বিকল্প সড়ক নির্মান আর সিটি সার্ভিস চালুর দাবি ভূক্তভোগীদের।
সিটি করপোরেশন হবার আগে কুমিল্লা শহর প্রায় ১২৫ বছরেরও বেশি সময় ছিল পৌরসভা। দীর্ঘ এই সময়ে রাজনৈতিক ও ব্যবসায়িক গুরুত্বের পাশাপাশি বেড়েছে নগরীর জনসংখ্যা। কিন্তু সেই তুলনায় কমেছে রাস্তার পরিমাণ। সকাল-বিকাল, ঘন্টার পর ঘন্টা থেমে থাকে যানবাহন।
যানজটে সবচেয়ে বেশি নাকাল কান্দিরপাড়, শাসনগাছা, টমসম ব্রিজ, চকবাজারের মানুষ। ঢুকতে পারে না এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত।
যানজট দূর করতে নতুন পরিকল্পনার কথা জানালেন মেয়র।