ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

পুঠিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণকারী নিহত (ভিডিও)

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০ এএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৫:১৯ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

রাজশাহীর পুঠিয়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া শালিকা ইভা আক্তারকে (১২) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় দুলাভাই এখলাস উদ্দীন (২০) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার পীরগাছা বাজারের পাশে এ  ঘটনা ঘটে। নিহত এখলাস ওই উপজেলার গন্ডগোহালী গ্রামের কাশেমের পুত্র।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, ‘পুঠিয়া বাজারের বাসিন্দা সেলিম উদ্দীনের মেয়ে ইভা আক্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৫ জানুয়ারি দুলাভাই এখলাসের বাড়িতে যায়। ওই রাতেই দুলাভাই তাকে জোর করে ধর্ষণ করে। পরে ইভা বাবার বাড়ি চলে আসে।’ 

তিনি জানান, ‘গত ২ এপ্রিল বড় বোন শোভা বাবার বাড়িতে বেড়াতে এলে বোনের মন খারাপের কারণ জানতে চায়। এ সময় ইভা বোনকে সব খুলে বলে। এ ব্যাপারে বোন শোভা স্বামীর কাছে জানতে চাইলে তাকে উল্টো তালাকের ভয় দেখায় এখলাস। এ নিয়ে গ্রামে সালিশি বৈঠকও হয়। এর দুদিন পর ৯ এপ্রিল ইভা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ইভার বাবা একটি মামলা দায়ের করেন।’

র‌্যাবের বরাত দিয়ে ওসি আরও জানায়, ‘এখলাস মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ভোরে পুঠিয়ার পীরগাছা গ্রামে র‌্যাব তাকে আটক করার চেষ্টা করলে সে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে এখলাস গুলিবিদ্ধ হয়। পরে তাকে পুঠিয়া উপজেলা হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’ 

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ানশুটারগান, ৪৮০ পিস ইয়াবা পাওয়া গেছে বলেও  জানিয়েছে র‌্যাব।

এআই/এমবি