বৈশাখে ১১ কোটি টাকারও বেশি ফুল বিক্রির আশা
প্রকাশিত : ১১:২৮ এএম, ১১ এপ্রিল ২০১৭ মঙ্গলবার
পহেলা বৈশাখ উপলক্ষে দেশে পাইকারি পর্যায়ে ১১ কোটি টাকারও বেশি ফুল বিক্রির আশা করছেন ব্যবসায়িরা। তবে, রাজধানী ও বড় শহরগুলোতেই মূলত ফুলের চাহিদা বেশি। রাজধানীতে স্থায়ী ফুলের বাজার হলে এই খাত আরো এগিয়ে যাবে বলে মনে করেন বিক্রেতারা।
ফুলের সাথে বাঙালি সংস্কৃতির রয়েছে নিবিড় সম্পর্ক। উৎসব- আয়োজনে সাজসজ্জায় নারীরা বেছে নেয় পছন্দের ফুল। আর বিভিন্ন উৎসবে ব্যাপকহারে বেড়ে যায় ফুলের চাহিদা।
রাজধানীর আগারগাঁওয়ে পাইকারি বাজারে প্রবেশ করতেই বাতাসে ভেসে আসে ফুলের সুবাস। ভোর থেকে ট্রাক ও ছোট ছোট বাহনে ফুল নিয়ে রাজধানীর অস্থায়ী বাজারগুলোতে হাজির হন বিক্রেতারা।
দেশে ফুলের বাজার নিয়ে সম্ভাবনার কথা বললেন ব্যবসায়িরা। তাদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ফুল রপ্তানি করাও সম্ভব।
তবে, চাষীদের অভিযোগ, সংরক্ষণ ও আধুনিক পরিবহন ব্যবস্থার অভাবে উৎপাদিত ফুলের প্রায় ৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে স্বল্প সুদে ঋণ দেয়ার দাবি জানান তারা।
রাজধানীতে পাইকারি ফুলের স্থায়ী বাজার হলে, এই খাতের জন্য সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।