করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৬ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু হয়েছে আরও এক পুলিশ সদস্যের। ওই পুলিশ সদস্যের নাম সায়ফুল আলম (৪১)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭টায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া গ্রামে। বাবা-মা, স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন তিনি।
এ নিয়ে করোনায় পুলিশের ৫৪ জন সদস্য প্রাণ হারালেন।
এসএ/