সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৮ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার | আপডেট: ১১:২০ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো: রেজাউল করিম জানান, সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শোকাবার্তায় প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী প্রয়াত সচিব নরেন দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
লেজিসলেটিভ সচিব নরেন দাস এর মৃত্যুতে আরো শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
জনসংযোগ কর্মকর্তা জানান, জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় সচিব নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এরপর ৭ জুলাই সেখানে তাঁদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা।
এসি