ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের “ভার্চুয়াল বিজনেস কনফারেন্স” অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনিস্টিটিউট এর আয়োজনে ‘ভার্চুয়াল বিজনেস কনফারেন্স উইথ চট্রগ্রাম রিজিওন’ শীর্ষক একটি ভার্চুয়াল ব্যাবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের চট্রগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা, আঞ্চলিক কার্যালয় ও প্রধান কার্যালয়ের প্রায় ২০০ (দুই শত) জন নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে গত ৯ জুলাই, রবিবার উক্ত কোর্স এর উদ্বোধন করেন। 

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনিস্টিটিউট এর অধ্যক্ষ, ইভিপি মঈনুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো অংশগ্রহন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারী বিভাগের প্রধান মো: একরামুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ আব্দুল বারী,  আইটি বিভাগের প্রধান কাজী কামাল উদ্দিন আহমেদ, আইডি প্রধান হোসেন আকতার
চৌধূরী, কার্ড ডিভিশনের প্রধান মাহফুজুর রহমান, সিআরএম-৩ এর প্রধান অরুণ কুমার হালদার,  মার্কেটিং বিভাগের প্রধান একেএম সালাহ উদ্দিন খান। 

করোনাসৃষ্ট এই মহামারীর সময়ে একটি সময়োপযোগী, প্রেরণাদায়ক ও কার্যকর সম্মেলনে বক্তারা সকল স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের ব্যবসা আরও প্রসারের ব্যাপারে আলোকপাত করেন।

আরকে//