খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১৮ মে পর্যন্ত মুলতবি
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে শুনানি ১৮ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তি তারিখ ২৭ মে।
দুই মামলায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত দুই আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন। শুনানী শেষে বিচারক এই তারিখ নির্ধারণ করে দেয় আদালত। খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তিনি বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন। তবে তা নাকচ করে দিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন বিচারক। অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলা দুটি করে দুর্নীতি দমন কমিশন।