প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বেলা ১টায় দুই দেশের প্রধানমন্ত্রী ফোনালাপ করেন। এবং দুজনে প্রায় ১৫ মিনিট আলাপ করেন।
ইহসানুল করিম জানান, স্বাভাবিক সম্ভাষণ বিনিময়ের পরে ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা বিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশদ জবাবে চিকিৎসা বিষয়ক সমস্ত উদ্যোগ তুলে ধরেন। বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় যেসব পরিকল্পনা করেছে এবং যেসব কার্যক্রম চলছে সেগুলো বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা আলাপ করেন। ইমরান খান নিজে থেকেই বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগ প্রসঙ্গে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
এমবি//