বর্গাচাষি বিল্লালের আম চাষে সফলতা (ভিডিও)
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার
আম বাগান করে স্বচ্ছল হয়েছেন নড়াইলের লোহাগড়ার বর্গাচাষি বিল্লাল মীর। প্রায় ১৫ একর জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন এ বাগান। সফল আমচাষি হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তিনি।
জানা গেছে, ১৪ বছর আগে কৃষি কাজের পাশাপাশি এক হাজার চারা লাগিয়ে আম বাগান করেছিলেন বর্গাচাষি বিল্লাল। এখন ১৫ একর জমিতে চারটি আম বাগানের গর্বিত অংশীদার তিনি। গুটি, চোষা, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, আম্রপালি, ফজলি, আশ্বিনীসহ ১৬ জাতের আম ঝুলছে তার বাগানের ৫ হাজার গাছে।
বিল্লাল মীর আমে এবং বাগানে কোন রাসায়নিক ব্যবহার করেন না। বাগান পরিচর্যায় ৯ জন শ্রমিক সারা বছর কাজ করেন। মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে।
সরাসরি বাগান থেকে আম কিনতে আসা ক্রেতারা জানান, ‘বিল্লালের বাগানের আমগুলো খুবই সুন্দর। সঠিক ওজন দেওয়ার পাশাপাশি বাজারের তুলনায় কম দাম নেওয়া হয়।’
বিশাল এ আম বাগান করতে গিয়ে এখন পর্যন্ত লোকসান গুনতে হয়নি বিল্লালকে। সরকার ঘোষিত নিরাপদ ফল উৎপাদন নীতিমালাও মেনে চলেন তিনি।
জানতে চাইলে মিশ্র আম বাগানের মালিক বিল্লাল মীর বলেন, ‘অন্যান্য ফসলের তুলনায় ফল চাষে বেশি লাভবান হওয়া যায়। এখন বেশ ভালই আছি। অন্যান্য ফসলের চেয়ে এই ফল চাষ আমার কাছে খুবই ভাল।’
জেলার কৃষি বিভাগও বিল্লালের এই আম বাগানকে একটি আদর্শ উদ্যান আখ্যা দিয়েছে। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায় বলেন, ‘আমরা জানি রাজশাহী অঞ্চলে মূলত আম হয়ে থাকে। বিল্লাল সেখান থেকে প্রশিক্ষক নিয়ে এসে আম বাগান গড়ে তুলেছেন। যা নড়াইল ও দেশের অন্যান্য অঞ্চলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
চলতি বছর পরিচর্যা ও বাজারজাতকরণে বিল্লালের খরচ হয়েছে ২৫ লাখ টাকা। বছর শেষ নাগাদ এ মৌসুমে ৫০ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন এ সফল আম চাষি।
এআই/এমবি