নেশাগ্রস্ত শিশুর স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের উদ্যোগের কথা জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৩ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৩:২০ পিএম, ১৩ মার্চ ২০১৬ রবিবার
জাতীয় শিশু নীতিমালায় শিশুদের মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হলেও সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত পথশিশুরা। শিক্ষা চিকিৎসা বাসস্তানের অভাবে রাস্তায় পড়ে থাকা শিশুরা জড়িয়ে পড়ছে ছিনতাইয়ের মত বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ডে। বিপর্যস্ত ও মাদকাসক্ত এসব শিশুদের নিয়ে কাজ করছে কেবল হাতে গোণা দুএকটি বেসরকারী সংগঠন। তবে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো মাদকমুক্ত করার পাশাপাশি নেশাগ্রস্তদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের উদ্যোগের কথা জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
স্টেডিয়াম ফুটপাত কিংবা রেলস্টেশনে পড়ে থাকা পরিবার বিচ্ছিন্ন এসব শিশুরা নানাভাবে জড়িয়ে পড়ছে অপরাধের সাথে। কমলাপুর রেলস্টেশনে প্রকাশ্যেই মাদক নিতে দেখা মিলবে দু একটি পথশিশুর। একুশের ক্যামেরা দেখে দ্রুত সরে পড়ে অনেকেই। হুমকি দিতেও আসে বেশ কজন মাদক ব্যবসায়ী।
পথশিশু সংগঠন আহসানিয়া মিশনের শিশুকেন্দ্রে দেখা মেলে মাদকাসক্ত এইশিশুদের। আলাপের এক পর্যায়ে চুরি ছিনতাইসহ রাজনৈতিক দলগুলোর মিছিল মিটিংয়ে ভাড়া করার কথাও উল্লেখ করে তারা।
শিশুদের মাদক মুক্ত করতে না পারলে তা দেশের জন্য হুমকি হতে পারে বলে মনে করেন সংগঠনটির ডেপুটি ডিরেক্টর। সেক্ষেত্রে মাদকাসক্ত শিশুদের নিরাময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরো কার্যকর হওয়ার কথা বলেন তিনি।
এদিকে তেমন কার্যকর পদক্ষেপ না নেয়ার বিষয়টি স্বীকার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে প্রচার প্রচারণার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগের কথা তুলে ধরে মাদক নিরাময় কেন্দ্রে ১০ বেডে মাদকাসক্ত শিশুদের নিয়ে কাজ করার চুক্তির বিষয়েও কথা বলেন তিনি।
্হনংঢ়;
এর আগে পথশিশু নিমূর্লে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য দুটি মন্ত্রণালয়কে নিদের্শ নেন বর্তমান সরকার প্রধান। সেই হিসেবে শিশুদের মাদকাসক্তের বিষয়টিতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
্হনংঢ়;
এসব শিশুরা ভাসমান হওয়ার কারনে তাদের সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন মন্ত্রী
্হনংঢ়;