ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চার চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এবার চারজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দারা।

বিবিসি জানায়, গ্রেপ্তারকৃত চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। ওই চার ব্যক্তি চীনা সশস্ত্র বাহিনীর সদস্য-এই তথ্য তারা গোপন করেছিলেন।

এর মধ্যে একজন হচ্ছেন সান ফ্র্যান্সিসকো কনস্যুলেটের কর্মী। তাকে গ্রেপ্তার করতে গিয়ে বাকি তিনজনের খোঁজ পায় মার্কিন গোয়েন্দারা।

এই অভিযানে ২৫টি মার্কিন শহরে আরও চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাদের সঙ্গে চীনা সামরিক বাহিনীর সঙ্গে 
‘অঘোষিত সম্পর্ক’ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মার্কিন প্রসিকিউটর জানায়, যুক্তরাষ্ট্রে সামরিক বিজ্ঞানী পাঠানোর পরিকল্পনার অংশ হিসাবে কাজ করছে চীনের এসব নাগরিক।

মার্কিন বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডিমার্স এক বিবৃতিতে বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এসব সদস্যরা গবেষণা ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসে। কিন্তু চীনের সামরিক বাহিনীর সঙ্গে তাদের ‘সত্যিকারের সংযুক্তিতা’ গোপন করেছিল।   

একজন চীনা বিজ্ঞানী সান ফ্র্যান্সিসকো কনস্যুলেটে আশ্রয় গ্রহণ করেছে, মার্কিন কর্তৃপক্ষের এমন ঘোষণার পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

আর আগের দিন হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনা ভ্যাকসিনের গবেষণা হ্যাকিংয়ের অভিযোগে শুক্রবারের মধ্যে এই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়া হয়।
এসএ/