ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শ্রীমঙ্গলে চা বাগানে কৃষকের লাশ

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান থেকে নুরুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সাতগাঁও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগানের ৩নং সেকশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত নুরুল পার্শ্ববর্তী সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে।

নিহতের ভাই আবুল মিয়া জানান, ‘ভাই গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেনি। শুক্রবার সকালে আমরইল ছড়া চা বাগানের ৩নং সেকশনে মৃত মানুষ পড়ে আছে এমন খবর পেয়ে লাশ দেখতে এসে ভাইয়ের লাশ দেখতে পাই। শেষ রাতেও বৃষ্টি হয়েছে। কিন্তু লাশের পুরো শরীরের কাপড় শুকনো। কোথাও তাকে হত্যা করে ভোরবেলা এখানে ফেলে গেছে হত্যাকারীরা।’

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত সোহেল রানা জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

এআই//এমবি