করোনা নিয়ন্ত্রণে ব্রিটেনে ভ্যাকসিন নিবে ৩ কোটি মানুষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
বৈশ্বিক মহামারি করোনায় লন্ডভন্ড ইউরোপের প্রাণকেন্দ্র ব্রিটেন। সবধরনের পদক্ষেপ নেওয়ার পরও কোনভাবেই শতভাগ বাগে আনা যাচ্ছে না ভাইরাসটিকে। তাই, করোনার প্রকোপ ঠেকাতে এবার শীতে নিয়মিত ‘ফ্লু ভ্যাকসিন’ নিবে দেশটির ৩ কোটি মানুষ।
ব্রিটেন সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রথমবারের মতো ইংল্যান্ডের সব বয়সী মানুষদের ‘ফ্লু শট’ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এমনকি দুবছরের শিশু থেকে মাধ্যমকি স্কুলের শিশুরাও এ তালিকায় রয়েছেন। এর আগে শীত মৌসুমের তাদের জন্য টিকাদান বাধ্যতামূলক ছিল না।’
করোনার হাত থেকে বাঁচতে আক্রান্ত রোগীর আশপাশে থাকা ব্যক্তি, ডায়াবেটিস, অ্যাজমা, হৃদরোগে আক্রান্ত ও অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও এবারের টিকাদান বাধ্যতামূলক করেছে ব্রিটেন সরকার। গত বছরের শীতেও দেশটিতে ঠাণ্ডাজনিত রোগ মোকাবিলায় আড়াই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছিল।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ করোনার ভুক্তভোগী। আর না ফেরার দেশে সাড়ে ৪৫ হাজার মানুষ।
এআই/এমবি