ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

অ্যাঁজার বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেইন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে অ্যাঁজার বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেইন।
ম্যাচাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। ৩১ ম্যাচে ২২ জয়ে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে পিএসজি। আর এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে রয়েছে অ্যাঁজা। দুদলের শেষ লড়াইয়ে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। পরিসংখ্যানের দিক দিয়ে পিএসজি এগিয়ে থাকলেও নিজেদের মাঠে জয়ের জন্যই খেলবে অ্যাঁজা। আর জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে নিজেদের সেরাটুকু দিয়েই খেলবে পিএসজি।