ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

একজন বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না: ডা. মুরাদ হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের একজন বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না। যতদিন বন্যার পানি থাকবে, যতদিন মানুষের কষ্ট থাকবে, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মাটি ও মানুষের ভালোবাসায় গড়া একটি রাজনৈতিক সংগঠন। মানুষের মমতা এ দলের শক্তির উৎস।’

শনিবার (২৫ জুলাই) তথ্য প্রতিমন্ত্রী সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরনকালে এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া, নলসন্ধা, আওনা ইউনিয়নের কুলপাল, দৌলতপুর, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া, বিন্নাফৌর, মানিকপটল গ্রামসহ বিভিন্ন স্থানে নৌকাযোগে বাড়ী বাড়ী গিয়ে প্রায় ১২শ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি