মাঝনদীতে দাঁড়িয়ে সেলফি! অতঃপর...
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
ক্ষরস্রোতা নদীর মাঝে দাঁড়িয়ে সেলফি নেয়ার সেই দৃশ্য।
চলমান করোনা পরিস্থিতিতে ভারতে লঘু হয়েছে লকডাউন। অনেকদিন বাড়িতে বসে থেকে একঘেয়ে লাগায় নদীর ধারে বনভোজনের পরিকল্পনা করেন ছয় কলেজছাত্রী। পরিকল্পনামাফিক নদীর ধারে বনভোজন করতে যান ওই ছয় তরুণী। আর সেই সময়েই ক্ষরস্রোতা নদীর মাঝে একটি পাথরের ওপর দাঁড়িয়ে একসঙ্গে সেলফি নেওয়ার ভাবনা মাথায় আসে দুই কলেজছাত্রীর।
সেলফির জন্য ঝুঁকিপূর্ণ কাজ এখন আর নতুন কিছু নয়। অনেকক্ষেত্রেই দেখা যায় ইনস্টাগ্রাম, ফেসবুকে লাইক-শেয়ারের লোভে কাণ্ডজ্ঞান হারিয়ে নিজের জীবন বিপন্ন করে সেলফি তুলতে যান কেউ কেউ। এমনই ঘটনা ঘটলো মধ্যপ্রদেশের পেঞ্চ নদীতে।
হ্যা, যেমন ভাবা তেমন কাজ। দুজনেই চলে যান পাথরের উপর। কিন্তু সামান্য পরেই হঠাৎ জলের স্রোত বাড়তে শুরু করে নদীর। অল্প সময়েই ফুলে-ফেঁপে ওঠে ক্ষরস্রোতা নদী। যে কারণে সেই পাথর থেকে নামার বা তীরে আসার সাহস পাননি তরুণীদ্বয়। চেঁচিয়ে-চিৎকারে সাহায্য চান নদীর পাড়ে থাকা বাকি চার বন্ধুর কাছে। কিন্তু তারাও কোনও উপায়ন্তর না পেয়ে অবশেষে স্থানীয় পুলিশকর্মীদের খবর দেন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশকর্মীরা। উদ্ধারকার্যে নামেন ১২ জন পুলিশকর্মীর একটি দল। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। তাদেরই তৎপরতায় অবশেষে উদ্ধার করা হয় অতি সাহসী ওই দুই ছাত্রীকে।
উদ্ধার করায় পুলিশকর্মীদের ধন্যবাদ জানাতে অবশ্য ভোলেননি ওই দুই তরুণী। একইসঙ্গে সেলফির জন্য এমন ঝুঁকি নেয়াটা ঠিক হয়নি বলেও মনে করছেন তারা। সূত্র- জিনিউজ।
এনএস/