লিগের ক্রিকেটারদের জন্য সুখবর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৮ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
কয়েকদিন ধরে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবির অধীনে মাঠের অনুশীলনে ফিরেছেন। কিন্তু জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে। ন্যাশনাল পুলের ক্রিকেটারদেরও ইচ্ছা আন্তর্জাতিক পুলের ক্রিকেটারদের মতো বিসিবির অবকাঠামোতে অনুশীলনে ফেরার। তাদের জন্যও সুখবর আছে, ঈদের পর লিগের খেলোয়াড়দের অনুশীলনে সুযোগ করে দেওয়ার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী।
গতকাল শনিবার সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘আমরা সুযোগ-সুবিধাগুলো প্রস্তুত রেখেছি। ঈদের পর আরও বেশি ক্রিকেটার যাতে সেগুলো ব্যবহার করে অনুশীলন করতে পারে, সে ধরনের উদ্যোগ নেওয়া হবে। ইনডোর সুবিধা না হলেও রানিং এবং জিম সুবিধা দেওয়ার চেষ্টা করব। প্রটোকল মেনে কীভাবে সেটা সম্ভব করা যায় দেখা হচ্ছে।’
জানানো হয়, ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়াও ফতুল্লা খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে লিগের ক্রিকেটারদের অনুশীনের জন্য সুযোগ করে দেওয়া হবে। দেশের বাকি ভেন্যুতেও ফিটনেস প্র্যাকটিস করতে পারবেন ন্যাশনাল পুলের ক্রিকেটাররা।
এর আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছিলেন, ‘ক্রিকেটাররা খেলতে চায়। সুযোগ থাকলে যারা মনে করবে ফিটনেস ধরে রাখতে প্র্যাকটিস করবে। এটা সবার জন্য বাধ্যতামূলক না, যে মনে করবে সে আসবে। অপশন খোলা রাখার প্রয়োজন। জাতীয় দলের খেলোয়াড়দের যেভাবে সুযোগ করে দেওয়া হয়েছে ব্যক্তিগত অনুশীলন করার, অন্যদের জন্যও তেমন সুযোগ করে দিলে ভালো হবে। খেলোয়াড়রা সেটা চাচ্ছে।’
তবে লিগের ক্রিকেটার বসে নেই। ব্যক্তিগত উদ্যোগে নিজের ফিটসেন ধরে রাখার জন্য নাদিফ চৌধুরী প্র্যাকটিস করেন মহাখালীর একটি একাডেমি মাঠে। বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি দৌড়ঝাঁপ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে। আমিন বাজার এলাকার মাঠে প্র্যাকটিস করেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।
স্বেচ্ছায় ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখেন কোয়াব সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘খেলোয়াড়রা যতক্ষণ পারা যায় ঘরে থেকেছে। এখন তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। যেহেতু তারা কার্যক্রম শুরু করেছে, কাজেই জাতীয় দলের মতো বাকি ক্রিকেটারদেরও একটা পরিকল্পনায় নিয়ে আসা উচিত। বিসিবির প্রটোকলে থাকলে কোচ ও ট্রেনারদের সুবিধা পাবেন খেলোয়াড়রা।’
এএইচ/এমবি