কিশোরগঞ্জের ২ যুবক মাছ চাষ করে স্বাবলম্বী
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৫ এপ্রিল ২০১৭ শনিবার
প্রবাস থেকে ফিরে কোনো কাজ না পেয়ে হতাশায় দিন পার করছিলেন কিশোরগঞ্জের দুই যুবক। পরে প্রতিবেশীকে দেখে ও পরামর্শ নিয়ে শুরু করেন মাছ চাষ। এখন তারা স্বাবলম্বী। প্রতি মাসে গড়ে দেড় লাখ টাকা আয় করছেন তারা।
সদর উপজেলার দানাপাটুলি ও কর্ষা কড়িয়াইলের আবদুল মান্নান ও তারিকুল ইসলাম বাবুল। কয়েক বছর আগে সৌদি থেকে ফিরে এসে কোনো কাজকর্ম পাচ্ছিলেন না। পরে পাশের বাড়ির আবু হানিফের মাছ চাষ দেখে তারাও শুরু করেন এই চাষ।
প্রথমে দানাপাটুলির কুড়–ইল বিলে ১০ একর জমি বর্গা নিয়ে শুরু করেন মাছ চাষ। বর্তমানে তা সম্প্রসারণ হয়েছে ২শ’ একর জমিতে। রুই, কাতল, সরপুটিসহ নানা জাতের দেশী প্রজাতির মাছ চাষ করছেন তারা। প্রতি মাসে আয় হচ্ছে প্রায় দেড় লাখ টাকা।
সিংক: আবদুল মান্নান ও তারিকুল ইসলাম, সফল মাছ চাষী
তাদের সাফল্য দেখে গ্রামের অনেক শিক্ষিত বেকার যুবক আগ্রহী হচ্ছেন মাছ চাষে।
মাছ চাষীদের সার্বিক সহযোগিতা দেয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা।
সিংক: মো. আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, কিশোরগঞ্জ
সহজ শর্তে ঋণ সুবিধাসহ যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে মাছ চাষে আরও বেশি সফলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।