বিশ্বে করোনা জয়ীর সংখ্যা কোটি হতে চলেছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
বৈশ্বিক মহামারি করোনায় কাবু গোটা বিশ্ব। যার প্রথম দফা ধাক্কাই সামলাতে পুরোপুরি ব্যর্থ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো। যার সংখ্যা ইতিমধ্যে ১ কোটি ৬২ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে সাড়ে ছয় লাখের ঘরে প্রাণহানি হলেও বেঁচে ফেরার সংখ্যা নিতান্তই কম নয়। যার সংখ্যা কোটি হতে চলেছে।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে ১ লাখ ৯১ হাজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট করোনা জয়ীর সংখ্যা ৯৯ লাখ ৮ হাজার ১শ জনে দাঁড়িয়েছে। যার অধিকাংশই আমেরিকা, ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের নাগরিক।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি হওয়ায় সুস্থ রোগীর সংখ্যাও অধিক। যেখানে এখন পর্যন্ত ৪৩ লাখ ১৬ হাজার মানুষ করোনার কবলে পড়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জনের মৃত্যু হলেও ৯৩ শতাংশই সুস্থতা লাভ করেছেন। যার সংখ্যা ২০ লাখ ৬১ হাজারের বেশি।
ব্রাজিলে ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জন আক্রান্তের মধ্যে অর্ধেকের বেশি বেঁচে ফিরেছেন। যার সংখ্যা ১৬ লাখ ১৭ হাজারের অধিক। দেশটিতে করোনায় মারা গেছেন ৮৬ হাজার ৪৯৬ জন মানুষ।
সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে প্রতিদিনই সংক্রমণের সঙ্গে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৬ হাজারের বেশি ভুক্তভোগী সুস্থতার লাভ করেছেন। এতে করে মোট করোনা জয়ীর সংখ্যা ৮ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে গেছে।
এছাড়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, স্পেন, পাকিস্তান, ইতালি ও বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা।
এআই//এমবি