ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৩ ১৪৩১

এবার জুটি পূজা-সুমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

অভিনেত্রী পূজা চেরি। চলচ্চিত্রে নিজের আসন এরই মধ্যে পোক্ত করেছেন তিনি। নতুন করে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। সিনেমার নাম হূদিতা। 

আনিসুল হকের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ইস্পাহানি আরিফ জাহান। গত ২৩ জুলাই সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। এতে পূজার সহশিল্পী এবিএম সুমন। এবারই প্রথম তারা জুটি হয়ে অভিনয় করবেন।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আসছে অক্টোবর থেকে সিনেমাটির দৃশ্যধারণের প্রস্তুতি নিচ্ছি। এর শুটিং হবে ঢাকা ও ব্যাংককে। ২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পেয়েছে হূদিতা।’

পরিচালক এম ইস্পাহানি বলেন, ‘দর্শকের ভালো গল্পের একটি সিনেমা উপহার দিতে যাচ্ছি। পূজা চেরি ও এবিএম সুমন এরই মধ্যে চলচ্চিত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছেন। আমাদের মনে হয়েছে, এবার সময় এসেছে তাদের একসঙ্গে কিছু করে দেখানোর। গল্পের চরিত্রের সঙ্গেও তাদের দু-জনকে দারুণ মানাবে।’

পূজা বলেন, ‘যে কোনো সিনেমায় কাজের আগে গল্প ভালো করে শুনি, চরিত্র নিয়ে পরে ভাবি। গল্প ভালো লাগলেই অভিনয়ে রাজি হই। এই সিনেমার গল্প অসাধারণ। শুটিং শুরু হতে এখনও দুই মাস সময় আছে।’

‘হূদিতা’ নির্মিত হচ্ছে রোমান্টিক গল্প নিয়ে। এতে দুই শিল্পীকে দেখা যাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে। 
এসএ/