অন্য দেশের স্বার্থ রক্ষায় সরকার ব্যস্ত: চট্টগ্রাম মহানগর বিএনপি
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৭ শনিবার
দেশের স্বার্থ বিকিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষায় সরকার ব্যস্ত বলে অভিযোগ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
সকালে নগরীর বিভিন্ন মার্কেটে গণসংযোগের সময় নেতারা এই অভিযোগ করেন। এসময় বিএনপি নেতারা বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম-দুনীর্তি তুলে ধরে লিফলেট বিতরন করে। গণসংযোগ কর্মসুচীতে নেতারা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারেরও দাবি জানান। এসময় যুবদল নেতা ইয়াসিন চৌধুরী লিটন, মোশাররফ হোসেন দিপ্তিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।