গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য।
নিহতদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর। তবে, তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ‘গতরাত আড়াইটার দিকে র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টাগুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়।’
তিনি জানান, ‘গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় র্যাবের সৈনিক ওয়াসিম আহত হয়েছেন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।
এআই/এমবি