বার্সেলোনার জয়
প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৭ রবিবার
স্প্যানিস লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে রিয়াল সেসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমন-পাল্টা আক্রমণে জমে উঠে দু’দলের ম্যাচটি। খেলার ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। এরপর ৩৭ মিনিটে সুয়ারেজের শর্ট গোলরক্ষক ফিরিয়ে দিলেও মেসি গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৪২ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধান ২-১ এ কমায় সেসিয়েদাদ। ২ মিনিট পরই ব্যবধান ৩-১ করেন পাকো। এর ২ মিনিট পর সোসিয়েদাদের প্রিয়েটো গোল ব্যবধান কমান ৩-২ এ। বাকি সময় আর কোন গোল না হলে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।